বাংলাদেশে আসছে ভারতীয় বীমা প্রতিষ্ঠান এলআইসি

nonameভারতীয় বীমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (এলআইসি) শিগগির বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) অব বাংলাদেশ নামক একটি কোম্পানি গঠন করে এবং এটি খুব শিগগির কার্যক্রম শুরু করবে।
এখন পর্যন্ত এলআইসি সুঙ্গাপুর, কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, বাহরাইন সহ ১৪টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বিদেশ কার্যক্রম থেকেও বেশ ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে এলআইসি। ২০১৪-১৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিদেশি ব্রাঞ্চগুলো এক বছরে ১১ হাজার ১৭৬টি পলিসি করতে সক্ষম হয়েছে, আর নতুন গ্রাহকরা প্রথম বছরের প্রিমিয়াম জমা দিয়েছে ১২২.৮৫ কোটি রুপি।
এলআইসি বিদেশে প্রথম কার্যক্রম শুরু করে বাহরাইনে ১৯৮৯ সালে। সেখানে নতুন কোম্পানি গঠন করে ব্যবসা পরিচালনা করা হয়। মূলত প্রবাসী ভারতীয়দের কথা মাথায় রেখেই এলআইসি-র বিদেশ কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের মধ্যেও প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারিত করতে সক্ষম হয়। এলআইসি এখন কুয়েত, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা পরিচালনা করছে।
নেপালে এলআইসি-র যাত্রা শুরু হয় ২০০১ সালে। সেখানেও একইভাবে এলআইসি (নেপাল) নামে একটি কোম্পানি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হয়। তবে মরিশাস, ফিজি এবং যুক্তরাজ্যে এলআইসি তার ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। সূত্র: দ্য হিন্দু।

/এসএ/বিএ/