পাকিস্তানে বন্যায় অন্তত ৫৩ জনের প্রাণহানি

পাকিস্তানে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫৩ জনের প্রাণহানি হয়েছে। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া, কাশ্মির ও গিলগিত-বালতিস্তান প্রদেশে শনিবার থেকে শুরু হওয়া বিরতিহীন বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

পাকিস্তান সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষার আগেই বৃষ্টি শুরু হলে পাকিস্তানের গ্রামাঞ্চলে প্রায়শই বন্যা হয়। কর্তৃপক্ষ আরও জানায়, স্থানীয়দের বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

পাকিস্তানের বন্যা

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লতিফ উর রেহমান অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ৫৩ জনের প্রাণহানি ছাড়াও দুর্যোগে হতাহত অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সোয়াত ভ্যালির বাসিন্দা হাবিব খান স্থানীয় টেলিভিশনে বলেন, ‘আমাদের নিজেদের যা কিছু ছিল, সব ভেসে গিয়েছে। সরকার থেকে কেউ সাহায্যে এগিয়ে আসছে না।’

তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার্ত কিছু কিছু অঞ্চলে সরকারি ত্রাণ পৌঁছানো হয়েছে এবং কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/