‘চরমপন্থা মোকাবেলাও আরও অনেক কিছু করার আছে ন্যাটোর’





জেনারেল স্যার আদরিয়ান ব্রাডশযে দেশগুলো সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের প্রতি ন্যাটোর সমর্থন আরও দৃঢ় হওয়া উচিত। পশ্চিমা এই সামরিক জোটের একজন ব্রিটিশ প্রতিনিধি জেনারেল স্যার আদরিয়ান ব্রাডশ বিবিসির কাছে এমন মন্তব্য করেছেন।
স্যার আদরিয়ান বিবিসির কাছে মন্তব্য করেন, ন্যাটোর সফল কর্মপরিকল্পনা করা উচিত যেন অন্যান্য দেশগুলো তাদের অনুসরণ করতে পারে। উদাহরণ জর্দানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে ইমামদের সহিষ্ণুতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আফগানিস্তান, অভিবাসন এবং ন্যাটোর ভূমিকা নিয়েও কথা বলেছেন আদরিয়ান। বিবিসির রেডিও ফোর স্টুডিওর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, আইএস বিরোধী লড়াই একটি বহুমুখী লড়াই। তিনি মনে করেন, চরমপন্থার উত্থান থামিয়ে দেওয়াই এখন সেই লড়াইয়ের গুরুত্বপূর্ণ কাজ। সূত্র: বিবিসি
/বিএ/