পক্ষত্যাগ করে দ. কোরিয়ায় উ. কোরীয় গোয়েন্দা কর্মকর্তা!

nonameউত্তর কোরিয়ার গোয়েন্দা কার্যক্রম তদারককারী একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা স্বপক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে গেছেন বলে দাবি করেছে সিউল কর্তৃপক্ষ। ওই কর্মকর্তার নাম জানা না গেলেও সিউলের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, প্রাথমিক নিরীক্ষণ জেনারেল ব্যুরোর সিনিয়র কর্নেল ওই কর্মকর্তা গতবছর উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসেন।
কোরীয় যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি উত্তর কোরিয়ান নাগরিক দেশ ছেড়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন পক্ষত্যাগের ঘটনা বিরল।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সিউলে পৌঁছানোর আগে সেনাবাহিনীর এ জেনারেল দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে গোয়েন্দা কার্যক্রমের দায়িত্ব পালন করছিলেন। সিউলের একত্রীকরণ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবর নিশ্চিত করলেও ওই সামরিক কর্মকর্তার নামসহ এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
সিউলের একজন কর্মকর্তা বলেন, পক্ষত্যাগ করে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা।  নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কার্যক্রমের ব্যাপারে পক্ষত্যাগী ওই সামরিক কর্মকর্তা বিস্তারিত তথ্য জানিয়েছেন বলে মনে করা হচ্ছে।
গত বৃহস্পতিবার দেশের বাইরে সরকারিভাবে পরিচালিত একটি রেস্তোরাঁয় কর্মরত উত্তর কোরিয়ার ১৩ নাগরিকের একটি গ্রুপ পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় গিয়ে পৌঁছান। তাদের মধ্যে মাত্র একজন পুরুষ, বাকি ১২ জনই নারী। ওই খবর প্রকাশের কয়েকদিনের মাথায় উচ্চপদস্থ এই জেনারেলের পক্ষত্যাগের খবর জানালো সিউল। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/