কার্টুন দেখে উড়তে চেষ্টা করে প্রাণ দিলো জাপানি শিশু

কার্টুনে শিশুদের উড়তে দেখে নিজেও ওড়ার চেষ্টা করে প্রাণ হারিয়েছে ছয় বছর বয়সী এক জাপানি শিশু। রবিবার জাপানের ওসাকায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ওই শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে।

1583

পরিবার সূত্র জানায়, মেয়েটি রবিবার বিকেলবেলায় তার বাবামায়ের সঙ্গে ডিভিডিতে অ্যানিমেশন ছবি দেখছিলো। হঠাৎ তাকে খুঁজে পাওয়া না গেলে তার বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়েন ও দেখতে পান সে ৪৩ তলা অ্যাপার্টমেন্টের শয়নকক্ষের জানালায় দাঁড়িয়ে আছে। সে সময়েই তার পা ফসকে যায় ও হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ লেবাননে শিশু অপহরণের চেষ্টার দায়ে অস্ট্রেলীয় সাংবাদিক অভিযুক্ত

একটি চেয়ার নিয়ে সে জানালায় উঠেছিল বলে ধারণা করছে পুলিশ। পুলিশ আরও জানায়, তারা মেয়েটির পরিবারের সদস্যদের কাছ থেকে কোন ফোন পাননি বরং একজন প্রত্যক্ষদর্শী ফোন করে জানান, তিনি একটি মেয়েকে পড়ে যেতে দেখেছেন।


কর্তৃপক্ষ আরও জানান, শিশুটি যে ছবিটি দেখছিলো তাতে দেখানো হয়, শিশুরা উড়তে পারে। তবে সচেতনভাবেই ওই অ্যানিমেশন ছবিটির নাম প্রকাশ করা হয়নি। এতে ওই বিশেষ ছবিটির বিরুদ্ধে জনমত তৈরি হতে পারে।

সূত্রঃ গার্ডিয়ান

/ইউআর/