রাবি অধ্যাপক রেজাউল হত্যার দায় স্বীকার আইএসের!

আমাকসশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করছে বলে সংগঠনটি পরিচালিত বার্তা সংস্থা আমাক-এর ওয়েবসাইটে খবর প্রকাশ করা হয়েছে। জিহাদি কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েব ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপও সেই দায় স্বীকারের খবর দিয়ে একটি টুইট করেছে।
আরও পড়ুন: অধ্যাপক হত্যার ঘটনায় অ্যামনেস্টির নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান
শনিবার বিকেলে আমাক এজেন্সির খবরে বলা হয়েছে-‘আইএস যোদ্ধারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাস্তিক শিক্ষককে হত্যা করেছে।’
‘সাইট’ এর টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টেও এমন খবর জানানো হয়েছে। টুইটে দাবি করা হয়েছে আইএস পরিচালিত বার্তা সংস্থা ‘আমাক’-এ সশস্ত্র এ গোষ্ঠীটি অধ্যাপক রেজাউলকে হত্যার দায় স্বীকার করে খবর দিয়েছে।
আরও পড়ুন: মার্কিন জোটের বিমান হামলায় চারমাসে নিহত মাত্র ২০ বেসামরিক ব্যক্তি!

সাইট ইনটেলিজেন্সের টুইটে বলা হয়, ‘নাস্তিকতায় আহ্বান জানানোর কারণে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষককে হত্যা করা হয়েছে বলে আইএস দাবি করেছে।
সাইট ইনটেলিজেন্স
শনিবার রাজশাহীর শালবন এলাকায় ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

আরও পড়ুন: আইএসের কারারক্ষী ছিলেন ব্রাসেলসের হামলাকারী!
নিহত শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। বোয়ালিয়া থানার ওসি জানান,শনিবার সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে রেজাউল করিম শালবন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: সাইট ইনটেলিজেন্স গ্রুপের টুইটার, আমাক এজেন্সির টুইটার

 /এফইউ/