উল্লেখ্য, হাইড্রো-পড হলো এক ধরনের সাগরে ভাসমান বাবল, যেখানে হেঁটে বা দৌড়ে দিক নির্দেশ করা যায় এবং হাঁটার সঙ্গে সঙ্গে এটিও এগিয়ে চলে।
আরও পড়ুন: কথিত রাষ্ট্রদ্রোহীদের সাজা দিলো নেহেরু বিশ্ববিদ্যালয়
রেজা বালুচি নামের ওই ব্যক্তির ওয়াবসাইট থেকে জানা যায়, বাচ্চাদের জন্য অর্থ সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য, আর এজন্যই তিনি ওই হাইড্রো-পডে চড়েছেন। পাঁচ মাস তিনি সাগরে থাকবেন বলেও সেখানে উল্লেখ করা হয়।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, তারা তাকে জোর করে পানি থেকে তুলে আনেননি। সোমবার (২৫ এপ্রিল) তারা এক টুইটার বার্তায় জানান, অনিরাপদভাবে হাইড্রো-পডটি সমুদ্রে ভাসছিল, তাই তারা এটিকে উদ্ধার করেছেন।
আরও পড়ুন: সুইফট সিস্টেম হ্যাক করা হয়েছিল: ব্রিটিশ নিরাপত্তা গবেষকদের দাবি
তবে চলতি মাসের প্রথমদিকে, কোস্ট গার্ডের পক্ষ থেকে এক চিঠিতে জানানো হয়, ‘যেহেতু আপনার নৌযানের অবস্থা ভালো নয়, আর তা বারমুডা পর্যন্ত পৌঁছানোর উপযোগী নয়, তাই আপনাকে সমুদ্রে যাত্রা করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
এর আগে ২০১৪ সালেও হাইড্রো-পডে চড়ে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিলেন ওই ‘বাবল রানার’। তখন তাকে উদ্ধার করতে প্রায় ১লাখ ৪৪ হাজার ডলার খরচ হয়েছিল বলে এক টুইট বার্তায় কোস্ট গার্ড জানিয়েছে। সূত্র: সিএনএন।
/এসএ/বিএ/