বোকো হারামের হামলায় ৩২ সেনা নিহত

সশস্ত্র সংগঠন বোকো হারামের হামলায় নিগার ও নাইজেরিয়ার ৩২ সেনা নিহত হয়েছেন। দেশ দুটির সীমান্তে এ হামলা চালায় বোকো হারাম। শনিবার নিগারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার এক বিবৃতিতে নিগারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার বোকো হারামের কয়েকশ সদস্য সীমান্তের বোসো এলাকায় হামলা চালায়। শনিবার সকালে পাল্টা অভিযানে বোসো শহরের সব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

২০১৫ সাল থেকে নিগারের দক্ষিণ-পূর্ব অঞ্চলে হামলা চালাচ্ছে বোকো হারাম। পার্শ্ববর্তী নাইজেরিয়া থেকে সীমান্ত পার হয়ে নিয়মিত হামলা চালাচ্ছে সশস্ত্র এ সংগঠনটি। গত ছয় বছরে নাইজেরিয়া সরকার ও বোকো হারামের মধ্যকার সংঘর্ষে অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। গৃহহারা হয়েছেন প্রায় ২৬ লাখ মানুষ।

নাইজেরিয়া, শাদ, ক্যামেরুন ও নিগারের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে লেক শাদ এলাকা। এ অঞ্চলেই প্রধানত হামলা চালাচ্ছে বোকো হারাম। সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে লড়াই করার জন্য চার দেশ একত্রিত হয়ে একটি সামরিক জোট গঠন করেছে। সূত্র: আল-জাজিরা।

/এএ/