সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত অন্তত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসু​তে একটি হোটেলে আল শাবাবের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার মোগাদিসুর দক্ষিণে নাসো হ্যাব্লড নামক হোটেলে আল শাবাবের বন্দুকধারীরা এ হামলা চালায়।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা হোটেলের ভেতরে প্রবেশ করেই লোকজ​নকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। এ সময় তারা বেশ কয়েকজনকে জিম্মি করে  রাখে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ওই হোটেল ঘিরে ফেলে অভিযান শুরু করে।

সোমালিয়ার পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী অভিযান চালানোর চেষ্টা চালানোর সময় বন্দুকধারীরা হোটেলের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।  

মেজর আলি মোহামেদ জানান, নিহতদের মধ্যে নিরাপত্তারক্ষী, বেসামরিক নাগরিক ও জঙ্গি রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, অভিযান সমাপ্ত হয়েছে কিন্তু এখনও আমরা ভবনটি ঘিরে রেখেছি। যদি কোনও জঙ্গি লুকিয়ে থাকে হোটেলের কোথাও আমরা তাকে খুঁজে বের করব।

আল শাবাবের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করে জানান, নিরাপত্তারক্ষী ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।  সূত্র: রয়টার্স।

/এএ/