তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ ক্ষমতাচ্যুত

তিউনিসিয়ার সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ। রবিবার তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের দেশটির এমপিরা ভোট দেন। হাবিব এসিদ ছিলেন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত অর্থনীতিবিদ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট পড়েছে ১৮৮টি। তার ক্ষমতায় থাকার পক্ষে ভোট পড়ে মাত্র ৩টি।

পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা এখনো নিশ্চিত নয়। সোমবার এ নিয়ে আলোচনা শুরু হবে।
আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়ায় এই পটপরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। ইসিদের জোট সরকারের চারটি গ্রুপ ছিল। এগুলোর মধ্যে ছিল পার্লামেন্টের বৃহত্তম শক্তি আন নাহদা পার্টি এবং নিদা তিউনেস।

হাবিব এসিদ দুই বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সময় বিরোধীরা তার বিরুদ্ধে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ আনেন।

অর্থনৈতিক সংকট উত্তরণে গত মাসে দেশটির প্রেসিডেন্ট চায়েদ এসেবসি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানান।

২০১১ সালের বিপ্লবের পর দেশটিতে বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। ওই সময় দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইন আল-আবিডাইন বেন আলিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়। বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ যুবক বেকার। সূত্র: বিবিসি।

/এএ/