ইথিওপিয়ার কারাগারে ২৩ সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত

ইথিওপিয়ার একটি কারাগারে ২৩ বন্দির মৃত্যু হয়েছে। এ কারাগারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বন্দি করে রাখা হয়েছিল। শনিবার এ ঘটনা ঘটে। ইথিওপিয়া সরকারের বরাত দিয়ে বিবিসি এ খবর  জানিয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পদদলিত হয়ে ২১ বন্দির মৃত্যু হয়। আর পালানোর সময় দুই বন্দিকে গুলি করা হয়। এতে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে বেনামি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, কারারক্ষীদের গুলিতেই বন্দিদের মৃত্যু হয়েছে। রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে কিলিন্টো কারাগার থেকে শনিবার গুলির শব্দ শোনা যায়। এরপরই কারাগারে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কারাগার কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

তবে একটি সূত্র দাবি করেছে, কারাগার থেকে পালানোর জন্যই আগুন লাগানো হয়। তবে এ দাবিটি বিবিসির পক্ষ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া যায়নি। সরকার নিহত কারাবন্দিদের পরিচয় প্রকাশ করেনি।

গত কয়েক মাসে ইথিওপিয়ায় বেশ কিছু বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/