কেনিয়ায় বোরকা পরা ৩ নারী হামলাকারীকে গুলি করে হত্যা

কেনিয়ায় তিন বোরকা পরা নারী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। রবিবার ওই তিন নারী স্থানীয় একটি পুলিশ স্টেশনে হামলা চালালে পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। মোম্বাসা পুলিশের এক স্থানীয় কমান্ডারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মোম্বাসার কাউন্টি পুলিশের কমান্ডার প্যাটারসন মাইলো জানান, মোম্বাসার সেন্ট্রাল পুলিশ স্টেশনে এই তিন নারী একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং ছুরিকাঘাতে এক পুলিশ সদস্যকে আহত করে।

হামলার বিবরণ দিয়ে মাইলো আরও জানান, হামলার শুরুতে পূর্ব আফ্রিকার মুসলিমদের মধ্যে প্রচলিত পোশাক বুইবুই বা কালো বোরকা পরিহিত তিন নারী পুলিশ স্টেশনে ঢুকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া বিষয়ক অভিযোগ লিপিবদ্ধ করার ইচ্ছা প্রকাশ করে। এদের মধ্যে একজন একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে, আরেকজন এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে আহত করেন। এর জবাবে পুলিশ গুলি ছুড়ে ওই তিনজনকেই হত্যা করেন। 

প্যাটারসন মাইলো বলেন, ‘ওই তিন নারীই বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিলো। ওই নারীদের দেহে কোনও বিস্ফোরক ছিল কিনা সে সম্পর্কে খোঁজ নিতে বোমা শনাক্তকারী বিভাগ দায়িত্ব নিয়েছে।’

পরে পুলিশ জানায় তাদের শরীরে বিস্ফোরক পাওয়া গিয়েছে, তবে তা বিস্ফোরিত হয়নি।

এই হামলার বিষয়ে এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। তবে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: সিএনএন।

/ইউআর/এএ/