কঙ্গোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নিহত ১৭

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে বিক্ষোভে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। কয়েক হাজার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিনশাসার প্রধাক সড়কে ব্যারিকেড ও গাড়িতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার পর রাস্তায় নিহতদের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভারিস্টে বোশাব জানান, বিক্ষোভকারীরা তিন পুলিশকে হত্যা করেছে। একজনকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা অন্তত ৫০ জন। এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিরোধীদলের দাবি, প্রেসিডেন্ট কাবিলা বেশিদিন ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। তাই পরবর্তী নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংকটে দেশটির রাজধানী কিনশাসাতে অবস্থিত স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় দোকানপাটগুলো। বিবিসি।

/এএ/