নাইজারে শরণার্থী শিবিরে হামলায় নিহত ২০ সেনা

nonameনাইজারের একটি শরণার্থী ক্যাম্পে হামলায় ২০ সেনা নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নাইজারের পশ্চিমাঞ্চলের তাহুয়া এলাকায় মালিয়ান শরণার্থীদের একটি শিবিরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। নাইজারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্বৃত্তরা শরণার্থী শিবিরের কাছে একটি সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ২০ সেনা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী রাফিনি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেশী দেশ মালিতে ফরাসি সেনাবাহিনী জঙ্গিদের উৎখাতে অভিযান শুরু করার পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। গত মাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুই শরণার্থী নিহত হন।

নাইজারের সেনা বাহিনী এখন জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/