কেনিয়ায় বোমা হামলায় ১২ জন নিহত

nonameকেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গেস্ট হাউসে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। মান্দেরা শহরে মঙ্গলবার ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলা চালিয়েছে। তবে কেনিয়া সরকার হামলায় আল-শাবাবের সংশ্লিষ্টতার বিষয় প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার লক্ষ্য মান্দেরা শহরের একটি গেস্ট হাউস। যেখানে একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। একটি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীই নাটকটিতে অভিনয় করছিলেন। বিস্ফোরণে দলটির দুই সদস্য নিহত হয়েছেন। হামলার পরে আরও দশজনের লাশ উদ্ধার করা হয়।

সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অ্যান্টি-টেরোরিজম পুলিশ ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে আমরা ওই এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছি। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

আল-শাবাবের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা ১৫ জনকে হত্যা করেছে।

এর আগে চলতি মাসে একই এলাকায় আল-শাবাবের হামলায় ৬ ব্যক্তি নিহত হয়েছিলেন। মান্দেরা শহরটি সোমালিয়া সীমান্তের কাছাকাছি। ফলে হামলা করে জঙ্গিরা সহজে সোমালিয়ায় নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে পারে। সূত্র: বিবিসি।

/এএ/