লিবিয়া উপকূলে ২ শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

nonameলিবিয়া উপকূলে দুটি নৌযান ডুবির ঘটনায় অন্তত ২৪০ জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া লোকজনের বরাত দিয়ে এ খবর জানায়।

ইউএনএইচসিআরের মুখপাত্র কারলোটা সামি বলেন, একটি নৌযান ডুবির ঘটনায় ২৯ জনকে উদ্ধার করা হয়েছে কিন্তু ১২০ জন নিখোঁজ রয়েছেন। অপর নৌযান ডুবিতে দুজনকে উদ্ধার করা গেলেও ১২০ জন শরণার্থীর খোঁজ পাওয়া যায়নি।

ইতালির কোস্ট গার্ড উদ্ধারকৃতদের ল্যামপেতুসা দ্বীপের পাঠিয়েছে। বেঁচে যাওয়াদের মধ্যে দু’জন নারী রয়েছেন। তারা জাতিসংঘ শরণার্থী সংস্থাকে বলেন, তাদের মনে হচ্ছে ১২৫ যাত্রীর মধ্যে কেবল তারাই বেঁচে আছেন।

তবে ইতালির কোস্ট গার্ড জানায়, বুধবার দ্বিতীয় উদ্ধার অভিযান বা দুই নারীকে বাঁচানোর ব্যাপারে তাদের কাছে কোনও তথ্য নেই।

এছাড়া বৃহস্পতিবার ভূ-মধ্য সাগরে অন্তত দু’টি উদ্ধার অভিযান চলছে। এ অভিযানে ১৮০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইএমও জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পাড়ি জমাতে গিয়ে চলতি বছর অন্তত ৪ হাজার ২০০ শরণার্থীর প্রাণহানি ঘটেছে।সূত্র: বিবিসি।

/এএ/