মিসরে গির্জার পাশে বিস্ফোরণে নিহত অন্তত ২২

_92921956_gettyimages-176613768মিসরের কায়রোতে একটি গির্জার পাশে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। রবিবারের এ বিস্ফোরণে আরও ৩৫ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, কায়রোর সেন্ট পিটার্স গির্জার পাশে এ বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণস্তলের ছবি ও ভিডিওতে দেখা যায়, গির্জার জানালা ও ছাদ ভেঙে পড়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

মিসরে মোট জনসংখ্যার ১০ শতাংশ খ্রিস্টান ধর্মালম্বী।

এর আগে শনিবার এক বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। গত ছয় মাসের মধ্যে তা ছিলো সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ। সম্প্রতি গঠিত জঙ্গি গোষ্ঠী হাসম হামলাটির দায় স্বীকার করেছে। সূত্র: বিবিসি।

/এএ/