নাইজেরিয়ার বাজারে বোমা হামলা চালিয়েছে দুই আত্মঘাতী কিশোরী

_92928476_036842582উত্তর পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরি শহরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে দুই কিশোরী। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়েই কয়েক মিনিটের মধ্যেই তরুণীরা  বিস্ফোরণ ঘটায় এবং বিস্ফোরণে তাদের দুজনের মৃত্যু হয়।

মাইদুগুরির মিলিশিয়ার সদস্য আব্দুল করিম গণমাধ্যমকে জানান, দুই তরুণীর বয়স সাত অথবা আট বছর হবে। তারা রিকশায় চড়ে বাজারে আসে। রিকশা থেকে নেমে আমার সামনে দিয়ে তারা হেঁটে যায়। এ সময় তাদের চেহারায় কোনও ধরনের আবেগ চোখে পড়েনি।

করিম বলেন, আমি তাদের সঙ্গে ইংরেজি ও স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টা করি।  কিন্তু তারা এতে সাড়া দেয়নি। তখন মনে হলো তারা হয়ত তাদের মাকে খুঁজছে।

তিনি আর ও জানান, প্রথম মেয়েটি দোকানের দিকে চলে যায় এবং বিস্ফোরণ ঘটায়।

বর্ন রাজ্যের মাইদুগুরি শহরের পুলিশ জানায়, বাজারে যখন ক্রেতাদের ভিড় ছিল ঠিক তখন এই জোড়া আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে শুক্রবার দেশটিতে জোড়া হামলায় অন্তত ৪৫ জন নিহত ও ৩৫ জন আহত হন। হামলাটির দায় স্বীকার করেনি কোনও সংগঠন। তবে নাইজেরিয়ায় সচরাচর এ ধরনের হামলা চালিয়ে থাকে নিষিদ্ধঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। সূত্র: বিবিসি।

/টিকেএম/এএ/