কঙ্গোতে বন্যায় অন্তত ৫০ জনের প্রাণহানি

river-flood-general-2-patrick-lewisগণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও একটি নদী প্লাবিত হয়ে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার এক প্রাদেশিক গভর্ণর বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান।

মুষলধারে বৃষ্টিপাতের কারণে বোমা নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া কালামু নদীর পানির স্রোতের তোড়ে সীমান্তের ওপারের অ্যাঙ্গোলার কয়েকজন মানুষ ভেসে গেছেন। একটানা দুই ঘণ্টা বৃষ্টিপাতে নদীটি প্লাবিত হয়ে দুকূল উপচে পড়ে।

কঙ্গোর মধ্যাঞ্চলীয় প্রদেশের গভর্ণর জ্যাকস এমবাডু বলেন, ‘বোমায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়েছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।’ তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে।

কাদায় চাপা পড়া আরও লাশ পাওয়ার আশঙ্কা করছেন তিনি।

এমবাডু আরও বলেন, ‘বুধবার আমরা ৩১টি লাশ সমাহিত করেছি এবং অ্যাঙ্গোলা সীমান্ত থেকে আজ আরও প্রায় ২০টি লাশ উদ্ধার করে নিয়ে আসা হতে পারে।’

তিনি বলেন, পানি স্বাভাবিক স্তরের চেয়ে দুই মিটার (ছয় ফুট) উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ৫শ’ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বোমা শহরটি কঙ্গোর একমাত্র আটলান্টিক বন্দর। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছে, নগরীর তিনটি এলাকা এখনও মাটিতে ঢেকে রয়েছে। কোনও কোনও স্থানে এক মিটার গভীর কাদার সৃষ্টি হয়েছে। সূত্র: এএফপি।

/এএ/