গাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

বিদায় নিতে যাওয়া গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ দেশটিতে আগামী ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট হিসাবে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে তিনি এ জরুরি অবস্থা ঘোষণা করেন। দেশটির এক টেলিভিশনে সংবাদে একথা জানানো হয়েছে।

গাম্বিয়াআঞ্চলিক নেতারা যখন বিশ্বাস করা শুরু করেছিলেন, গত ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়া অ্যাডাম ব্যারোর হাতে ইয়াহিয়া জামেহ ক্ষমতা হস্তান্তর করবেন, ঠিক তখনই এই জরুরি অবস্থা জারি করা হলো। নতুন প্রেসিডেন্ট হিসাবে ব্যারোর আগামী বৃহস্পতিবার শপথ নেওয়ার কথা ছিলো।

এর আগে, নাইজেরিয়া ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য জামেহকে চাপ দিতে একটি রণতরীও মোতায়েন করেছিলো। তবে এই জরুরি অবস্থা জারির পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। খবর: বিবিসি।

/এমও/