মিসরে গির্জায় বিস্ফোরণে নিহত অন্তত ২১

nonameমিসরের নিল নদ উপত্যকা শহরের একটি গির্জায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। রবিবার এ বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে টান্টা শহরের একটি গির্জায় এ বিস্ফোরণ হয়। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টারের মাত্র এক সপ্তাহ আগে এ বিস্ফোরণ ঘটল। চলতি মাসেই পোপ ফ্রান্সিসের মিসর সফরে আসার কথা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করার জন্য প্রার্থনার সময়টিই বেছে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে সম্প্রতি মিসরের সংখ্যালঘু খ্রিস্টান ধর্মালম্বীদের লক্ষ্য করে প্রায়ই ইসলামি জঙ্গিরা হামলা চালাচ্ছে।

এ বিস্ফোরণের পর সতর্কতা জারি করা হয়েছে। প্রাদেশিক গভর্নর আহমেদ দেইফ বলেন, হয় পুঁতে রাখা কোনও বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে অথবা কেউ আত্মঘাতী হয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত করা হচ্ছে। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এএ/