তাঞ্জানিয়ায় স্কুলবাস গিরিখাতে পড়ে শিক্ষার্থীসহ নিহত ৩৫

Tanzania-bus-crash-801158তাঞ্জানিয়ার একটি স্কুলের মিনিবাস দুর্ঘটনায় পড়ে ৩২ স্কুলশিশুসহ অন্তত ৩৫জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পর্যটন এলাকা আরুশাতে এ দুর্ঘটনা ঘটে। স্কুলবাসটি সড়কের পাশে গিরিখাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

টেলিফোনে আরুশা আঞ্চলিক পুলিশ কমান্ডার চার্লস মকাম্বু বলেন, বৃষ্টির সময় পাহাড়ী এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় স্কুলবাসটি দুর্ঘটনায় পড়ে। আমরা এখনও দুর্ঘটনাটি তদন্ত করছি। কারিগরি ত্রুটি নাকি চালকের ভুলে দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, কারাতু জেলার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের সঙ্গে দুই শিক্ষক ও গাড়ির চালকও নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীদের বয়স ১২-১৩ বছর। তারা লাকি ভিনসেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। আরেকটি স্কুল ভ্রমণের জন্য রওনা হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি দুর্ঘটনাটিকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করে একটি বিবৃতি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪-২০১৬ সাল পর্যন্ত তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/