নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দ. আফ্রিকায় পুরুষদের মিছিল

_96135885_039583361দক্ষিণ আফ্রিকায় নারী- শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মিছিল করেছেন কয়েকশ পুরুষ। শনিবার দেশটির রাজধানী প্রিটোরিয়াতে এই মিছিল অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

শনিবারের মিছিলে অংশ নেওয়াদের অধিকাংশই ছিলেন পুরুষ। তারা নারীদের পোশাক পরে প্রতীকী প্রতিবাদ জানান। প্রতিবাদকারী পুরুষেরা নিজেদের পা থেকে মাথা পর্যন্ত সাদা রঙে সাজিয়ে নেন। অনেকেই প্ল্যাকার্ড বহন করেছেন যাতে তাদের নিহত সঙ্গীর নাম লেখা হয়েছে।

প্রতিবাদ মিছিলটির আয়োজকদের একজন খোলোফেলো মাশা জানান, নারীদের মারধর, যৌন হামলা ও হত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ার এমন আশঙ্কাজনক পরিস্থিতি পুরুষদের দায়িত্ব নেওয়া উচিত। তিনি বলেন, আমাদের লজ্জাজনক কর্মকাণ্ডের দায়িত্ব নেওয়া উচিত।

মাশা নিজেকে একজন প্রিয় বাবা, ভাই ও চাচা হিসেবে আখ্যায়িত করেন। জানান, দক্ষিণ আফ্রিকার পুরুষরা এই বিষয়ে দীর্ঘদিন ধরে নিশ্চুপ রয়েছে। তিনি বলেন, যখন আপনি পাশের বাড়িতে নারীর চিৎকার শুনে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন তখন তা সমস্যা সৃষ্টি করে। আপনার চোখের সামনেই কোনও নারীকে মারধর বা ধর্ষণ করবে কোনও পুরুষ, এমনটা কখনই উচিৎ নয়।

দক্ষিণ আফ্রিকায় যৌন নিপীড়নের হার সবচেয়ে বেশি। পুলিশের তথ্যমতে, গত বছর ৬৪ হাজার যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। চলতি বছর বেশ নারী ও শিশু হত্যার কয়েকটি ঘটনা দেশটির সংবাদমাধ্যমে বেশ আলোচিত হয়।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ পরিস্থিতিকে সংকট বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার (১৮ মে) জ্যাকব জুমা ধর্ষণের ও হত্যার শিকার তিন বছরের এক শিশুর বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে দেখা করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/