৩ বছর পর চালু হলো লিবিয়ার বেনগাজি বিমানবন্দর

s3.reutersmedia.netদীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর লিবিয়ার বেনগাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। শনিবার কড়া নিরাপত্তায় বিমানবন্দরটি চালু করা হয়।`ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নতুন করে চালু হওয়ার পর প্রথম ফ্লাইটটি বেনিনা বিমানবন্দর থেকে এসেছে। এছাড়া ত্রিপোলি, কুফরা জর্ডানের আম্মান বিমানবন্দর অভিমূখে বেনগাজি থেকে বিমান ছেড়েছে। এছাড়া ইস্তাম্বুল, তিউনিস, আলেক্সান্দ্রিয়ায় ফ্লাইটের শিডিউল রয়েছে।

দুটি কোম্পানি যৌথভাবে এসব ফ্লাইট চালু করেছে। কোম্পানি দুটি হচ্ছে রাষ্ট্রীয় লিবিয়ান এয়ারলাইন্স ও আফ্রিকিয়াহ এয়ারওয়েজ।

বিমানবন্দরটি চালু হওয়ায় বেনগাজির বিমানযাত্রীরা স্বস্তিতে আছেন। তিন বছর বিমানবন্দরটি বন্ধ হওয়ার পর এখানকার যাত্রীদের চার ঘণ্টা ভ্রমণ করে লাবরাক বিমানবন্দরে যেতে হতো। সূত্র: রয়টার্স।

/এএ/