মদ্যপানের পক্ষে সাফাই গাইলেন মিসরের ইসলাম বিশারদ

4ded3e41e0bdaa6dba24b806bc562c8fমিসরের প্রখ্যাত ইসলাম বিশারদ এবং দেশটির ইসলামিক বিষয়ক সুপ্রিম কাউন্সিলের সদস্য খালেদ আল জেন্ডি বলেছেন, মদ পান করে কেউ যদি মাতাল না হয় তা হলে, মদ্যপান হারাম নয়। মিসরের টেলিভিশন চ্যানেল ডিএমসি টিভিতে এক টক শো-তে আলোচনায় তিনি এ মন্তব্য করেছেন।

মদ্যপান ও মাতালের পার্থক্য তুলে ধরতে গিয়ে খালেদ আল জেন্ডি বলেন, একই ধরনের মদ পান করে কেউ যদি মাতাল না হয় তাহলে তার জন্য মদ্যপান হারাম না। আবার একই মদ পান করে কেউ যদি মাতাল হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য মদ্যপান হারাম।

খালেদ দাবি করেন, ইসলামে মাতাল হওয়া হারাম, গুনাহ এবং নিষিদ্ধ। মদপানের ফলে মাতাল ব্যক্তিদের জন্য ইসলামি শরীয়াতে শাস্তির ব্যবস্থা রয়েছে। সূত্র: ইজিপশিয়ান স্ট্রিটস।

/এএ/