আল-শাবাবের হামলায় আফ্রিকান ইউনিয়নের অন্তত ৩৯ সেনা নিহত

SAMISOM_15230279329-e1501415034639সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিদের সঙ্গে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী মিশনের সংঘর্ষ হয়েছে। রবিবার মিশনের উচ্চ পর্যায়ের একটি সামরিক সূত্র এই তথ্য জানিয়েছেন। তবে আল-শাবাবের পক্ষ থেকে হামলায় অন্তত ৩৯জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, রাজধানী মোগাদিসু থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বুলামারির জেলায় এই সংঘর্ষ হয়।

কর্নেল হাসান মোহামেদ জানান, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশনের একটি বহরে ফাঁদ পেতে হামলা চালায় আল-শাবাব জঙ্গিরা। এ সময় সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। এখনও সংঘর্ষ চলছে বলে খবর পেয়েছি। এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি।

তবে আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব জানান, আফ্রিকান ইউনিয়নের ৩৯জন নিহত সেনার লাশ আমাদের কাছে রয়েছে। এর মধ্যে সেনাদের কমান্ডারও রয়েছেন।

আল-শাবাবের এই দাবির সত্যতা তৃতীয় কোনও পক্ষ থেকে নিশ্চিত করতে পারেনি রয়টার্স ও মিডল ইস্ট মনিটর। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/