সিয়েরা লিওনে পাহাড়ি ঢল ও পলি চাপায় নিহত দুই শতাধিক

_97327250_freetownmanসিয়েরা লিওনে ভারি বর্ষণে সৃষ্টি পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পলিমাটিতে চাপা পড়ে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর আগে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রসের বরাত দিয়ে নিহতের সংখ্যা ৩১২ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে সরকারিভাবে ২০৫ জনের লাশ মর্গে আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার রিজেন্ট অঞ্চলের পাহাড়ি এলাকার একাংশে ধস নামে।  ধসে পড়া মাটি বৃষ্টির পানির সঙ্গে সমতলে নেমে আসে। এতে করে রাজধানীর বেশ কিছু এলাকার বাড়িঘর পলি চাপা পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যে সময় বাড়িঘরগুলো পলি চাপা পড়ে তখন অনেকেই ঘুমাচ্ছিলেন। এখনও হতাহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জানা যায়নি। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকারি ফোহ জানান, অন্তত কয়েকশ মানুষ চাপা পড়েছেন।

রেড ক্রসের একজন মুখপাত্র জানিয়েছেন, রাজধানীর মর্গে ১৭৯টি লাশ আনা হয়েছে। পরে বার্তা সংস্থা এএফপি রেড ক্রসের বরাত দিয়ে নিহতের সংখ্যা ৩১২ জন বলে জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা ক্যান্ডি রজার্স জানিয়েছেন, পাহাড়ি ঢল ও পলি চাপার কারণে ২ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

_97327255_mud

বার্তা সংস্থা রয়টার্সকে ভাইস প্রেসিডেন্ট জানান, ঘটনার ভয়াবহতায় তিনি নিজেই ভেঙে পড়েছেন। পলি চাপা পড়া এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং মানুষকে উদ্ধার করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পলি চাপায় অন্তত ১৮০ জন নিহত হয়েছে। বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলো কাদা ও পলিতে ঢেকে গেছে। লোকজন পলির মধ্য দিয়ে চলাফেরা করছে।

সিয়েরা লিওনে বন্যা একেবারে অস্বাভাবিক নয়। কিন্তু ভারি বর্ষণে নিয়মিত অনিরাপদ বাড়িঘর ভেঙে যায়। ২০১৫ সালে ফ্রিটাউনে ভয়াবহ মৌসুমী বৃষ্টিতে বন্যা হয়েছিল। তখন ১০ জন নিহত ও কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। সূত্র: বিবিসি।

/এএ/