‘কফিন মামলা’য় দক্ষিণ আফ্রিকার দুই শ্বেতাঙ্গ কৃষক দোষী সাব্যস্ত

55দক্ষিণ আফ্রিকায় আলোচিত কফিন মামলায় দুই শ্বেতাঙ্গ কৃষককে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত।  শুক্রবার আদালত এই রায় দেন।

এক কৃষ্ণাঙ্গ কৃষককে কফিনে জোর করে আটকে ভিডিও ধারণ ও পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ ছিল দুই শ্বেতাঙ্গ কৃষকের বিরুদ্ধে।

বিচারক দুই শ্বেতাঙ্গ কৃষককে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এ সময় নিপীড়নের শিকার কৃষকের সমর্থকরা আদালত কক্ষে আনন্দে গান গাইতে শুরু করেন।

উইলেম অসথুইজেন ও থিও মার্টিন জ্যাকসন নামের এই দুই ব্যক্তি অপহরণ ও শারীরিকভাবে জখমের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তারা দোষা স্বীকার করেননি। তাদের দাবি, খামারের ক্যাবল চুরি করায় কৃষ্ণাঙ্গ কৃষককে তারা শুধু ভয় দেখাতে চেয়েছিলেন।

ঘটনার দুটি ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা ম্লথসোয়া নামের কৃষ্ণাঙ্গ কৃষককে একটি কাঠের কফিনে ঢুকিয়ে ঢাকনা বন্ধ করে রেখেছেন পা দিয়ে। ম্লথসোয়া তখন জীবন ভিক্ষা চাইছেন। এ অবস্থায় কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেন একজন। আরেকজন হুমকি দেন কফিনের ভেতর সাপ ছেড়ে দেওয়ার। সূত্র: আল জাজিরা।