আইভরি কোস্টে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪

আইভরি কোস্টে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী আবিদজানের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আবিদজানে বিধ্বস্ত বিমান

এক প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরিয়ার বিধ্বস্ত বিমানে ধ্বংসাবশেষ থেকে দুটি লাশ উদ্ধার করেছে। আরও দুটি লাশ পানিতে ভেসে ওঠেছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দুর্ঘটনায় বেঁচে আহত দুই ব্যক্তিকে দেখেছেন।

সাগরে ভারি বৃষ্টি ও বজ্রপাতের সময় দুর্ঘটনাটি ঘটে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। বিমান কোম্পানিটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আবিদজান শহরে প্রায় ৫০ লাখ লোকের বাস। ব্যস্ত বিমানবন্দরটি আঞ্চলিক পরিবহনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিমানবন্দরটি সামরিক সরঞ্জাম বহনের জন্য ফরাসি সেনাবাহিনী ব্যবহার করে।