সোমালিয়ার রাজধানীতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও কয়েকটি গাড়ি পুড়ে গেছে। শনিবার  স্থানীয় পুলিশের বরাত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_98317921_hi042374868

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহি নুর বলেন, আমরা ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।

নুর আরও বলেন, নিশ্চিতভাবেই নিহতের সংখ্যা আরও বাড়বে। আমরা এখনও নিহতদের সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। ধ্বংসস্তূপে অনেক লাশ রয়েছে।

পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন জানান, বোমাটি ছিল একটি ট্রাক বোমা। এই মুহূর্তে নিহতের সঠিক সংখ্যা আমাদের জানা নেই। ঘটনাস্থলে এখনও আগুন জ্বলছে।

প্রথম বিস্ফোরণের দুইঘণ্টা পর মদিনা জেলার একটি শহরে আরেকটি বিস্ফোরণ ঘটে। পুলিশ মেজর সিয়াদ ফারাহ জানান, এটি ছিল গাড়িবোমা। এতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তিনি জানান, বিস্ফোরক রাখার সময় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে সোমালিয়ার বিভিন্ন স্থানে আল শাবাব গোষ্ঠী নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে।