তাঞ্জানিয়ায় বিস্ফোরণে ৬ শিশু শিক্ষার্থী নিহত

তাঞ্জানিয়ার একটি স্কুলে বিস্ফোরণে অন্তত ছয় শিশু শিক্ষার্থী নিহত ও ২৫ জন আহত হয়েছে। বুধবার তাঞ্জানিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে এক প্রাইমারি স্কুলে এ বিস্ফোরণ ঘটে।

_98665895_tz4

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শিক্ষার্থীরা একটি বস্তু নিয়ে খেলার সময় তা বিস্ফোরিত হয়। হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

রুলেঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারিয়া গোরেথ ফ্রেডেরিক জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্কুলটি বুরুন্ডি সীমান্তের কাছে কাগেরা অঞ্চলে অবস্থিত।

কাগেরার আঞ্চলিক পুলিশ প্রধান অগাস্টিন অরোমি জানান, কিহিঙ্গা গ্রামে নিরাপত্তাবাহিনীর একটি টিম পাঠানো হয়েছে।

বিবিসির স্থানীয় প্রতিনিধি জানান, বিস্ফোরিত বস্তুটি একটি গ্রেনেড হতে পারে। এই অঞ্চলে বুরুন্ডি থেকে আসা শরণার্থীরা বাস করছে। তাদের অনেকেই সাবেক সেনা। তারা হয়ত একটি গ্রেনেড পরিত্যক্ত বলে ফেলে গিয়েছিল।

অঞ্চলটি অস্ত্র পাচারের একটি রুট হিসেবে ব্যবহৃত হয় বলেও জানিয়েছেন বিবিসির প্রতিনিধি।