দায়মুক্তি পেলেন মুগাবে

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার স্ত্রীকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এর ফলে তাদের কোনও বিচারের মুখোমুখি হতে হবে না এবং জিম্বাবুয়েতেই বসবাস করতে পারবেন। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে

জিম্বাবুয়ের প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র কর্নেল ওবারসন মুগওয়াইসি জানান, মুগাবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে তাকে ও স্ত্রী গ্রেসকে দায়মুক্তি ও দেশে নিরাপদে বসবাসের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার পদত্যাগ করেন জিম্বাবুয়ের ৩৭ বছরের এই শাসক। তার বিরুদ্ধে আশির দশকে বিরোধীদের হত্যার অভিযোগ রয়েছে। ওই সময়ে প্রায় ২০ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

সেনাবাহিনী রাজধানী হারারের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় এক সপ্তাহ দরকষাকষি করেন মুগাবে। সেনাবাহিনী তাকে গৃহবন্দি করেছিল। এক সময়ের ডান হাত বলে পরিচিত এবং সম্প্রতি বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। সূত্র: সিএনএন।