ইথিওপিয়াতে জাতিগত দাঙ্গায় নিহত অন্তত ৬১

ইথিওপিয়ায় কয়েকটি জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার থেকে দেশটির ওরোমিয়া অঞ্চলে এ দাঙ্গা শুরু হয়েছে। দেশটির আদিবাসী ওরোমোস ও সোমালি জাতির মধ্যে এই দাঙ্গা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

_97825429_map

চলমান এই সহিংসতার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার একটি বিক্ষোভে সেনাদের গুলিতে ১৬ জন আদিবাসী ওরোমোস নিহত হওয়ার পর থেকে এই দাঙ্গা শুরু হয়।

দেশটিতে এই দুই জাতিগোষ্ঠী আঞ্চলিক সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাতে লিপ্ত রয়েছে। উভয় জাতিই অন্য জাতির ভূমি দখলের চেষ্টা করে আসছে।

ওরোমিয়া সরকারের মুখপাত্র আদিসু আরেগা ফেসবুকে একটি পোস্টে নিহতদের এই সংখ্যা জানিয়েছেন। তিনি জানান, ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ২৯ জন ওরোমোস ও ৩২ জন ইথিওপিয়ান সোমালি নিহত হয়েছেন প্রতিশোধমূলক হামলায়।

মুখপাত্র আরও জানান, হাউয়ি গুদিনা ও দারো লেবু জেলাতে সংঘর্ষ হয়েছে।