দুর্ঘটনার কবলে কঙ্গোর প্রেসিডেন্টের গাড়িবহর, নিহত ৫

 

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে বহনকারী গাড়িবহর ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। বুধবার রাজধানী কিনশাসাতে ফেরার পথে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িবহরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে তিন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

_100025104_cdb27969-0aaa-4da0-995a-500831946061

দুর্ঘটনা ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।

মুখপাত্র জানান, ভারি বর্ষণের কারণে দুর্ঘটনা হয়েছে। যদিও স্থানীয় সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দাবি করা হয়েছে দ্রুতগতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

ইভোন রামাজানি নামের মুখপাত্র বলেন, বন্দর নগরী মাতাদিতে একটি তেলের কূপ এবং প্রশাসনিক ভবন উদ্বোধন করে ফিরছিলেন প্রেসিডেন্ট কাবিলা। জরুরি ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত প্রেসিডেন্ট সেখানে অবস্থান ও উদ্ধার কাজ নিজেই তদারকি করেন।

২০০১ সালে আততায়ীর হাতে বাবা নিহত হলে ক্ষমতায় আসেন কাবিলা। ২০১৬ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ক্ষমতায় থাকার কারণে পদত্যাগের দাবিতে চাপে রয়েছেন তিনি।