ডিআর কঙ্গোতে সহিংসতা থেকে পালাতে গিয়ে নৌকাডুবিতে নিহত অন্তত ৪০

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সহিংসতা থেকে নৌকায় পালানোর সময় ঝড়ের কবলে পড়ে অন্তত ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

89d7d24f168f187b33acb424dd3a33650feda4b6

দক্ষিণ উবাঙ্গি প্রদেশের ভাইস-গভর্নর জিন বাকাটয়ি বলেন, বুধবার রাত পর্যন্ত আমরা ৪০ জনের লাশ উদ্ধার করেছি। নিহতের সংখ্যা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কারণ অনেক লাশ পানিতে ভেসে গেছে।

এএফপি জানায়, এসব মানুষেরা উবাঙ্গি নদী পার হয়ে প্রতিবেশী দেশ রিপাবলিক কঙ্গোতে যাওয়ার চেষ্টা করছিলেন। ভাইস গভর্নর জানান, ডিআর কঙ্গোর সেনাদের সঙ্গে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলেন এসব মানুষ। এই ঘটনা ঘটেছে কঙ্গোর প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে। রবিবার এখানে সেনা অবস্থানে হামলা চালানো হয়েছিল। এতে অনেক সেনা আহত হন।

চার প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তারা দুই সেনা ও চার হামলাকারীর লাশ দেখেছেন।

রবিবারের হামলার পর সোমবার অতিরিক্ত সেনারা সেখানে পৌঁছায়। এতে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান ভাইস গভর্নর।

২০০৯ সালে কঙ্গো অঞ্চলে এনিলি আদিবাসী গোষ্ঠীর বিদ্রোহে সংঘাত শুরু হয়। এ পর্যন্ত সেখানে সংঘাতে ২৭০ জন নিহত ও প্রায় ২ লাখ মানুষ গৃহহারা হয়েছেন।