কেনিয়ায় গোলাপ বাগানের জলাধার ভেঙে প্রাণ গেল অন্তত ৫০ জনের

বুধবার রাতে কেনিয়ার একটি রফতানিমুখী গোলাপ চাষের খামারে থাকা জলাধার ভেঙে পড়েছে। প্লাবনে নিখোঁজ রয়েছেন অনেকে। নিহত হয়েছে অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে অর্ধেকই শিশু।  আল জাজিরা জানিয়েছে, অনুমতি ছাড়া নির্মিত ওই জলাধার তৈরি করা হয়েছিল দেশটির রাজধানী নাইরোবির ১৫০ কিলোমিটার উত্তরে থাকা রিফ্ট উপত্যকায়। বুধবার রাতে প্রবল বর্ষণে পানির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়েছিল জলাধারটি। প্লাবনে পুরো একটি গ্রাম ভেসে গেছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালু রেখেছেন।1

কেনিয়ার রেডক্রস স্থানীয় নাকুরা কাউন্টির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সঙ্গে কাজ করে ৪১ জনকে উদ্ধার করেছে বৃহস্পতিবার পর্যন্ত। সংস্থাটি জানিয়েছে, অন্তত ৫০০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে সোলাই শহরের ওই জলাধার ভেঙে পড়ায়। ক্ষতিগ্রস্তদের একজন ভেরোনিকা ওয়ানজিকু নিগিগি বলেছেন, ‘ওটা যেন এক সাগর সমান পানি ছিল। প্লাবনে ঘর ভেঙে পড়ায় আমার প্রতিবেশী মারা গেছে।  সে অন্ধ ছিল; তাই পালাতে পারেনি। পরের দিন সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

ধসে পরা ওই জলাধারটির নাম ছিল ‘প্যাটেল ড্যাম।’ বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ৭ টি জলাধারের মধ্যে একটি ওই জলাধার। কৃষিকাজে সেচের জন্য জলাধারগুলো তৈরি করা হয়েছিল। অনুমোদনহীন একটি জলাধার ভেঙে পড়ার পর এখন বাকি জলাধারগুলোর নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।

কেনিয়ার গোলাপ ইউরোপে বিপুলভাবে সমাদৃত। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ইউরোপে বিক্রি হওয়া প্রতি ৩ টি গোলাপের একটি কেনিয়ায় উৎপাদিত। কেনিয়া ফুল রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। কিন্তু অনুমোদনহীন জলাধার তৈরি ও জলাধার ভেঙে পড়ার ঘটনায় এখন নতুন করে ফুল ব্যবসার জন্য নীতিমালা প্রণয়নের তাগিদ তৈরি হবে।