ক্ষোভে তিউনিসিয়ার রাস্তায় ঘুমাল জিম্বাবুয়ের জাতীয় রাগবি দল

জিম্বাবুয়ের জাতীয় রাগবি দল তিউনিসিয়ায় ম্যাচ খেলতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে। প্রথমে বিমানবন্দরে বিলম্ব হওয়ার ও পরে নির্ধারিত হোটেলে প্রত্যাশিত মানের সেবা না পাওয়ার প্রতিবাদে তিউনিসিয়ার রাস্তায় রাত কাটিয়েছেন তারা। অথচ পরের দিন ছিল তাদের ম্যাচ। তিউনিসিয়ার কর্মকর্তাদের তৎপরতায় পরবর্তীতে জিম্বাবুয়ে দলকে অন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে জিম্বাবুয়ের রাগবি খেলোয়াড়দের রাস্তায় থাকার চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিক্রিয়ায় তিউনিসিয়ার পক্ষ থেকে কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে জিম্বাবুয়ে দলের অসহযোগিতাকেই এমন বিব্রতকর পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, রাগবি আফ্রিকার তত্ত্বাবধানে ‘আফ্রিকা গোল্ড কাপ’ খেলতে জিম্বাবুয়ে দল তিউনিসিয়ায় গেছে।DhKbCMlW4AAwCZD

গত শনিবার তিউনিসিয়ার সঙ্গে ম্যাচ ছিল জিম্বাবুয়ের। কিন্তু আগের দিন রাতে তারা শুয়েছেন রাস্তায়। ঘটনার শুরু বিমানবন্দর থেকেই। তিউনিসিয়ার কার্থেজ বিমানবন্দরে তাদের ৬ ঘণ্টা আটকে থাকতে হয়েছিল। কারণ আইন অনুযায়ী জিম্বাবুয়ে দলের প্রত্যেককে ২০ ইউরো করে ভিসা ফি দেওয়ার কথা। জিম্বাবুয়ে দলের পক্ষ থেকে তাদের ম্যানেজার বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেন, ভিসা ফি দেওয়ার মতো অর্থ তার কাছে নেই। তাই তিনি ভিসা ফি দিতে পারবেন না! পরবর্তীতে রাগবি আফ্রিকার প্রেসিডেন্ট ফোনে কথা বললে জিম্বাবুয়ে টিম ফি পরিশোধ করে। তিউনিসিয়ার দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, ভিসা ফি পরিশোধে বিলম্ব করার কারণেই জিম্বাবুয়ে দলকে দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে। অথচ ওই ভিসা ফি আফ্রিকান ইউনিয়নের সব দেশের জন্যই প্রযোজ্য।

হোটেলে যাওয়ার পরও তিউনিসীয়দের আতিথিয়তা ভালো লাগেনি জিম্বাবুয়ে জাতীয় রাগবি দলের। তাদের ম্যানেজার হোটেলের বাথরুম নষ্ট থাকা, সুইমিং পুল না থাকা এবং ইন্টারনেটের কম গতির অভিযোগ জানিয়ে বলেন, হোটেলটি তাদের টিমের জন্য মানসম্মত নয়। তিউনিসীয় বিবৃতিতে দাবি করা হয়েছে, দেশটির কর্তৃপক্ষে জিম্বাবুয়ে দলের অভিযোগের ব্যাপারে জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও জিম্বাবুয়ে রাগবি দলের ম্যানেজার খেলোয়াড়দের ব্যাগ-ব্যাগেজ নিয়ে রাস্তায় থাকার নির্দেশ দেন। পরের দিন সকালেই নতুন হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা তারা জানিয়েছিলেন জিম্বাবুয়ে দলকে। তারপরও তারা রাতে রাস্তায় থেকেছেন। ভোরে তাদের জন্য অন্য হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়।
জিম্বাবুয়ে রাগবি দলের আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’ আখ্যা দিলেও স্বাগতিক দেশ হওয়ায় তিউনিসিয়া অপ্রীতিকর পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেছে এবং পরবর্তীতে যে হোটেলে তারা জিম্বাবুয়ের খেলোয়াড়দের থাকার জন্য নিয়ে গেছিলেন তার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে জিম্বাবুয়ে দল।