শুধু কৃষ্ণাঙ্গদের শেয়ার দেওয়ার বিরুদ্ধে শ্বেতাঙ্গদের প্রতিবাদ

দক্ষিণ আফ্রিকায় শুধুমাত্র কৃষ্ণাঙ্গ কর্মীদের প্রতিষ্ঠানের শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান সাসোলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে শ্বেতাঙ্গপ্রধান শ্রমিক সংগঠন সলিডারিটি। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে ২৫ শতাংশ শেয়ারের মালিকানাও কৃষ্ণাঙ্গদের হাতে নেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধর্মঘটের ডাক দেওয়া সংগঠনের সদস্য ছয় হাজার তিনশ জন। সংগঠনটি তাদের বিবৃতিতে দাবি করেছে, এসব সদস্য সাসোলের স্পর্শকাতর পদে কর্মরত।সাসোল

দীর্ঘ সময় ধরে বঞ্চিত কৃষ্ণাঙ্গদের প্রতিষ্ঠানের মালিকানায় শরিক করা ও  কর্মসংস্থান নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আওতায় সাসোল  কৃষ্ণাঙ্গদের শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শেয়ার বরাদ্দের এবারের আয়োজনে শ্বেতাঙ্গদের বাদ দেওয়ায় আপত্তি জানিয়েছে শ্রমিক ইউনিয়নটি। সলিডারিটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাসোল  সম্প্রতি খানিসা নামের নতুন একটি নীতিমালা গ্রহণ করেছে । এই নীতিমালার আওতায় শ্বেতাঙ্গ কর্মচারী ও বিদেশিদের শেয়ার বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগে কর্মীদের মধ্যে শেয়ার বরাদ্দের এরকম যে নীতিমালা ছিল তার নাম ইনজালো। সেখানে শ্বেতাঙ্গদেরও শেয়ার দেওয়া হয়েছিল। কিন্তু এবারের নীতিমালার আওতায় শেয়ার বরাদ্দ হচ্ছে শ্বেতাঙ্গদের বাদ দিয়ে। এর প্রতিবাদে প্রতিদিন সেসোলের  একটি করে ইউনিট বন্ধ করে দিতে থাকবেন তারা। আর তাদের কর্মসূচি চলবে আগামী তিন সপ্তাহ।

সাসোল কয়লা ও গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে। গত বছর প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের দক্ষিণ আফ্রিকা শাখায় কৃষ্ণাঙ্গদের মালিকানা অন্তত ২৫ শতাংশে উন্নীত করতে চায় তারা।  সংস্থাটি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছে, আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে ইউনিট বন্ধ হয়ে গেলে ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে বিকল্প ব্যবস্থা কার্যকরের প্রস্তুতিও নেওয়া হয়েছে।