লিবিয়ায় কারাগার থেকে পালালো ৪০০ বন্দি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি কারাগার থেকে পালিয়েছে অন্তত ৪০০ বন্দি। রবিবার কারাগারে প্রতিদ্বন্দ্বি দুটি গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হলে বন্দিরা পালিয়ে যায়। সংঘর্ষের পর লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

_103268155_hi048808212

পুলিশ জানায়, এই কারাগারে শুধু পুরুষ বন্দিদের রাখা হতো। আইন জারা কারাগার থেকে পালাতে বন্দিরা বলপ্রয়োগ করে দরজা ভেঙে ফেলে। প্রাণ হারানোর আশঙ্কায় কারারক্ষীরা দাঙ্গা প্রতিরোধ করতে এগিয়ে আসেনি।

ত্রিপোলির দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থিত আইন জারা কারাগারের বেশির ভাগ বন্দি প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুসারী। ২০১১ সালে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে অভ্যূত্থানের সময় তারা হত্যাকাণ্ড চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পৃথক ঘটনায় লিবিয়ায় বাস্তূচ্যুতদের একটি ক্যাম্পে রকেট আঘাত হানলে দুই ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে প্রতিদ্বন্দ্বি মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছেন।

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার মূলত রাজধানী ত্রিপোলি নিয়ন্ত্রণ করছে। কিন্তু দেশটির বেশির ভাগ ভূখণ্ড বেশ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীর দখলে।