দক্ষিণ আফ্রিকায় আগ্নেয়াস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

দক্ষিণ আফ্রিকার একটি আগ্নেয়াস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির দমকল ও উদ্ধার সেবার মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_103279600_c7e08934-812d-4c65-95ed-771f785b947e

বিবিসি জানায়, বিস্ফোরণটি ঘটেচে কেপ টাউনের কাছে সমারসেট পশ্চিম জেলায়। সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ কিলোমিটার দূর থেকেই তারা আগুনের ধোঁয়া উড়তে দেখেছেন।

দমকল কর্মীরা আটকে পড়াদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন।

রেইনমেন্টাল-ডেনেল আগ্নেয়াস্ত্র কারখানাটি জার্মানি-দক্ষিণ আফ্রিকার যৌথ মালিকানাধীন কোম্পানি। এটি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উৎপাদন করে। কোম্পানিটির উৎপাদিত অস্ত্র ও বিস্ফোরক দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী, পুলিশ ব্যবহার করে। বিশ্বের বিভিন্ন দেশেও তা বিক্রি করা হয়।