তিউনিসিয়ায় নারীর আত্মঘাতী হামলা, আহত ৯

সোমবার (২৯ অক্টোবর) তিউনিসিয়ার রাজধানী তিউনিসের হাবিব বৌরগুইবা অ্যাভেনিউতে অবস্থিত শপিং সেন্টারের সামনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক নারী। হামলাকারী নিজে মারা গেলেও এখন পর্যন্ত অন্য কারওর মৃত্যুর খবর পাওয়া যায়নি। হামলার ঘটনায় আহত হয়েছে ৯ জন। এদের মধ্যে আট জনই পুলিশ সদস্য। রেডিও মোজাইক এফএমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংশ্লিষ্ট নারী হাতে বানানো গ্রেনেড ব্যবহার করেছিল হামলার চালানোর জন্য।644edc4066104db0927aae38989f5c44_18

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সফিন জাগ জানিয়েছেন, সোমবার (২৯ অক্টোবর) ৩০ বছর বয়সী ওই নারী লি পামারিয়াম শপিং সেন্টারের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। আহত পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিককে চিকিৎসার জন্য সামরিক হাসপাতাল ও চার্লস নিকোল হাসপাতালে পাঠানো হয়েছে।

রেডিও মোজাইক ফেসবুকে হামলাকারীর মৃত দেফের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলাকারী নিকাব, কালো ট্রাউজার, গোলাপি টপস ও কালো জ্যাকেট পরিহিত ছিল। বিস্ফোরণে তার শরীরের বাম দিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে রাস্তায় পড়ে আছে।

এই হামলার দায় স্বীকার করে এখনও কেউ বিবৃতি দেয়নি।

আল জাজিরা জানিয়েছে, ২০১৫ সালে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হামলায় ১২ প্রেসিডেন্সিয়াল গার্ডের মৃত্যুর পর থেকে আফ্রিকার দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে।