মালিতে জাতিসংঘ মিশনের ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত ৮ শান্তিরক্ষী

মালিতে জাতিসংঘের একটি মিশনের একটি ঘাঁটিতে আল-কায়েদা সংশ্লিষ্ট জিহাদিদের হামলায় অন্তত ৮ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।  মালিতে জাতিসংঘ মিশনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

544664f0c308d549efa7277320cb79ac13f14bc8

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা হামলার কথা নিশ্চিত করেছেন। তারা জানান, হামলাকারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘ কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, উত্তর মালির কিদাল অঞ্চলের আগুয়েলহক ক্যাম্পে চালানো এই হামলায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

আগুয়েলহক ক্যাম্পে অবস্থানরত শান্তিরক্ষীরা আফ্রিকার দেশ শাদ থেকে আসা।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটছে মালিতে। দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত জঙ্গিরা নিয়মিত হামলা চালাচ্ছে। আগে মালির মধ্যাঞ্চলে হামলা হলেও এখন তা দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।