নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬ ফরাসি ত্রাণকর্মীসহ নিহত ৮

নাইজারে একদল ত্রাণকর্মীর উপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ছয় ফরাসি নাগরিক, তাদের স্থানীয় গাউড ও চালক নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_113869526_08cdfa63-c6fd-4189-ad90-4c3b5f151d03

টিলাবেরি অঞ্চলের গভর্নর তিডজানি ইব্রাহিম এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে গুলিবর্ষণ শুরু করে। ফরাসি নাগরিকরা ছিলেন পর্যটন এলাকায় কৌরিতে। এখানে জিরাফ দেখতে প্রচুর পর্যটক আসেন।

ফরাসি নাগরিকদের নিহতের বিষয়টি ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ও নিশ্চিত করেছে।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসৌফু কাতাম্বে বলেন, ফরাসি নাগরিকরা একটি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত ছিলেন। এর আগে স্থানীয় কর্মকর্তারা নিহতদের পর্যটক বলে উল্লেখ করেছিলেন।

ফরাসি এনজিও অ্যাকটেড নাইজারে তাদের কর্মী নিহতের কথা জানিয়েছে।

এই ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসৌফুর সঙ্গে রবিবার ফোনালাপ করেছেন এক এলিজি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে। তবে এতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলায় কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাইজারে জঙ্গিরা অনেক বেশি সক্রিয় রয়েছে। সাবেক ফরাসি কলোনি নাইজারে ভ্রমণ না করার বিষয়ে ফ্রান্সের সতর্কতা জারি রয়েছে।