ডিআর কঙ্গোতে মিলিশিয়া হামলায় নিহত ৫৮

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ এই হামলার জন্য মিলিশিয়াদের দায়ী করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

file-photo-1599770537-6946

প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আডজিও গিডি জানান, ইটুরির ইরুমু এলাকায় হামলার পর অনেক মানুষ পালিয়ে গেছে। হামলার জন্য তিনি অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)-কে দায়ী করেছেন।

মন্ত্রী আরও জানান, মঙ্গলবার হামলায় নিহত হন ২৩ জন আর বৃহস্পতিবার ৩৫ জন।

উগান্ডার একটি মুসলিম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে ১৯৯০-এর দশকে এডিএফ প্রতিষ্ঠিত হয়। গত নভেম্বরে ডিআর কঙ্গো এই গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর হাজারো বেসামরিক নাগরিক তাদের হাতে নিহত হয়েছে।

শাবি এলাকার এক বাসিন্দা জানান, ঘন জঙ্গলে এই হামলা চালানো হয়। বেশ কয়েকজনকে অপহরণের আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, ছুরি, বন্দুকসহ বিভিন্ন ধরনের দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। ঘন জঙ্গলের কারণে অনুসন্ধানে জটিলতা তৈরি হয়েছে। এখন কঙ্গোর সেনাবাহিনীর সহায়তায় স্থানীয় পুলিশ জঙ্গলে হতাহতদের খুঁজছে।

তিনি আরও বলেন, ১৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে।