কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় ৪৬ বেসামরিক নিহত

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় অন্তত ৪৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন বৃহস্পতিবার ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলে এই হামলা চালানো হয়। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি জানিয়েছেন ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। হামলায় বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর ভূমিকা আছে বলে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উগান্ডার সশস্ত্র গোষ্ঠী এডিএফ কঙ্গোর পূর্বাঞ্চলে গত কয়েক বছর ধরেই হামলা চালাচ্ছে। জাতিসংঘের এক হিসেবে দেখা গেছে ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে।

স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো জানিয়েছেন, বৃহস্পতিবার হামলার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে জানালেও হতাহতের সংখ্যা বিষয়ে কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, ২০০৩ সালে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক অবসান হলেও ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত তিনটি দেশ উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডিতে বিভিন্ন ধরনের শতাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।