করোনার মধ্যেই নাইজেরিয়ায় কলেরার প্রাদুর্ভাব

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যেই নাইজেরিয়ায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, বেনু রাজ্যে অন্তত ২০০ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। নাইজেরীয় সংবাদমাধ্যম লেজিট এখবর জানিয়েছে।

বেনু রাজ্যের এনসিডিসি’র ন্যাশনাল র‍্যাপিড রেসপন্স টিমের প্রধান ইকেচুকু ওরাডু ২৬ জানুয়ারি এই তথ্য তুলে ধরেছেন। মৃতরা গুমা, আগাতু, গুয়ের ও মাকুরদি এলাকার বাসিন্দা।

ওরাডু জানান, গত কয়েক সপ্তাহের মধ্যে কলেরার সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। অনুসন্ধানে দেখা গেছে, আক্রান্ত গোষ্ঠীদের খাবার পানির সংকট রয়েছে।

আক্রান্ত এলাকাগুলোতে বোরহোল খনন এবং পাবলিক টয়লেট স্থাপনের বিষয়টি বিবেচনার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

রাজ্যের ডেপুটি গভর্নর জানান, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং মৃত্যু হার বাড়ছে না।