সোমালিয়ার দুই সেনা ঘাঁটিতে হামলা

সোমালিয়ার দুইটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের যোদ্ধারা। শনিবার ভোরে রাজধানী মোগাদিসু থেকে প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এসব ঘাঁটিতে হামলা চালানো হয়। হুসেইন নুর নামে সেনা কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলায় বেশ কয়েক জন সেনা হতাহত হয়েছে। তবে এর সুনির্দিষ্ট পরিমাণ জানাননি তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব আফ্রিকায় বেশ সক্রিয়। কেনিয়া ও সোমালিয়ায় তারা প্রায়ই হামলা চালাতে সক্ষম হয়। সোমালিয়ার মূল শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ না থাকলেও মাঝে মাঝেই গেরিলা হামলা চালাতে সমর্থ হচ্ছে তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে বারিরে এবং আওয়াদইগলে সেনা ঘাঁটিতে বড় ধরনের দুইটি বিস্ফোরণ ঘটে। এই হামলার পর রাজধানী থেকে এসব ঘাঁটির দিকে ছুটে আসতে থাকা সামরিক গাড়ি বহর লক্ষ্য করে তৃতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে।

সেনা কর্মকর্তা হুসেইন জানান পার্শ্ববর্তী ঘাঁটি থেকে আক্রান্ত ঘাঁটিগুলোতে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠানো হয়েছে। তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে বেশ কিছু সশস্ত্র যোদ্ধাকে হত্যা করতে সক্ষম হয়েছে। বর্তমানে দুইটি ঘাঁটিরই নিয়ন্ত্রণ সেনাবাহিনী ফিরে পেয়েছে বলে জানান তিনি। আশেপাশের জঙ্গলে হামলাকারীদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জঙ্গি গোষ্ঠী আল শাবাবের তরফ থেকে জানানো হয়েছে, বারিরে সেনা ঘাঁটিতে গাড়িবোমা দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। একই সময়ে আওয়াদইগলে ঘাঁটিতে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। আল শাবাবের মুখপাত্র আবু মুসাব জানান, ‘আমরা বারিরে ঘাঁটি উড়িয়ে দিয়েছি, তিনটি সামরিক যান পুড়িয়ে দিয়েছি আর দুইটি দখল করেছি।’ তিনি জানান, মোগাদিসু থেকে আসতে থাকা সেনা সদস্যদের ওপরও হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।