চাদের প্রেসিডেন্ট হচ্ছেন নিহত নেতার ছেলে

আফ্রিকার দেশ চাদের নিহত নেতা ইদ্রিস দেবির ছেলে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। বুধবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের প্রকাশিত চার্টারে একথা ঘোষণা দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

চার্টারে বলা হয়েছে, জেনারেল মাহামাত ইদ্রিস দেবি মঙ্গলবার মিলিটারি কাউন্সিলের অন্তবর্তীকালীন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কার্যাবলী সম্পাদন এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, এর মাধ্যমে সংবিধানের ধারা বিলুপ্ত হবে এবং প্রজাতন্ত্রের মৌলিক আইন হিসেবে এই চার্টার বাস্তবায়ন করা হবে।
মাহামাত তার বাবার নিরাপত্তা প্রধান হিসেবে এলিট প্রেসিডেন্ট গার্ডের প্রধান ছিলেন এবং বিভিন্ন সময় দেবির সঙ্গে থাকতেন।

মঙ্গলবার তিনি একটি ডিক্রি জারি করেছেন। এতে ১৫ জেনারেল নিয়ে একটি সামরিক কাউন্সিল গঠন করা হয়েছে। তিনিসহ অপর ১৪ জন নিহত প্রেসিডেন্টের ঘনিষ্ঠজন বলে পরিচিত। আগামী ১৮ মাস এই কাউন্সিল দেশ শাসন করবে বলে জানানো হয়েছে। দেশটির সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘাত পরিদর্শন করতে গিয়ে আহত হন প্রেসিডেন্ট। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

১৯৯০ সালে এক সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন ইদ্রিস ডেবি। সম্প্রতি অনুষ্ঠিত এক নির্বাচনে টানা ষষ্ঠ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনেও তিনি ৮০ শতাংশ ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে।