পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রেম-বিয়ে নিষিদ্ধ করছে কেনিয়া

পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রেম ও বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে কেনিয়া। পুলিশ কর্মকর্তাদের অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। টেলিভিশনে প্রচারিত পুলিশ কলেজের একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড মাতিয়াঙ্গি জানান, এই নিয়ম জারি করার জন্য দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

তিনি জানান, সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তাদের মধ্যে এরইমধ্যে এমন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক মাসে কর্মকর্তাদের মধ্যে স্বামী/স্ত্রী হত্যা বেড়ে গেছে। তিনি বলেন, নিরাপত্তা খাতে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি আমরা সেগুলো সমাধানে আমরা আর বসে থাকতে পারি না।

যৌন হয়রানির শিকার নারী পুলিশ কর্মকর্তাদের অভিযোগ খতিয়ে দেখবে জেন্ডার রিলেশন্স কার্যালয়। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মটি চালু হলে পুলিশ কর্মকর্তা সহকর্মীর সঙ্গে প্রেম বা বিয়ে বেআইনি বলে ঘোষিত হবে। যদি দুই পুলিশ কর্মকর্তা একে অপরের প্রেমে পড়েন তাহলে তাদের চাকরি ছাড়তে হবে।