ঈদের নামাজ চলাকালীন মালির প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা

পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতা ছুরি হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাজধানী বামোকোর মসজিদে ঈদের নামাজ পড়ার সময় তার ওপর ছুরি হামলার চেষ্টা চালায় ঘাতক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, গোইতা পবিত্র ঈদুল উল-আজহার নামাজ আদায় করতে রাজধানীর গ্রেট মসজিদে যান। এসময় দু'জন অস্ত্রধারী হামলার উদ্দেশে এগিয়ে আসে। একপর্যায়ে নিরাপত্তা প্রহরীদের ফাঁকি দিয়ে একজন ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করে।

মার্কিন সংবাদমাধ্যাম এএফপি জানিয়েছে, ছুরি হামলায় তিনি আহত হয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয়। এ ঘটনার পরপরই প্রেসিডেন্ট গোইতাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।

ঘটনার সত্যতা স্বীকার করে ধর্ম মন্ত্রী মামাদৌ জানান, হামলাকারীরা প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালায়। পরে নিরাপত্তা সদস্যদের হাতে হামলাকারী আটক হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

গত মে মাসে ৩৭ বছর বয়সী গোইতাকে মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন সাংবিধানিক আদালত। সংঘাত কবলিত মালিতে ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই তার প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনা ঘটলো।